সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, বিচার চেয়ে ভালুকায় মানব বন্ধন

ময়মনসিংহের ভালুকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন কর্তৃক এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেলকে নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা

|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা(ময়মনসিংহ) ||

ময়মনসিংহের ভালুকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন কর্তৃক এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেলকে নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার ২০শে সেপ্টেম্বর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ভালুকা রিপোর্টার্স ইউনিটি। এ সময় ভালুকা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ফোরাত, সদস্য সচিব আনোয়ার হোসেন তরফদার, সদস্য মোকছেদুর রহমান মামুন, ওমর ফারুক তালুকদারসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পেশাগত কাজে বাধা দেয়ায় অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ১৩ই সেপ্টেম্বর এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে এসএ টিভির ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন