|| অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
করোনার অভিঘাতে কাজ হারানো মানুষকে খাদ্যসহায়তা দিলেন ভালুকা সংসদীয় আসনের সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। তিনি নিজ টাকায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুর্গতদেরকে প্রতিদিনই এসব খাদ্যসহায়তা দিয়ে আসছেন।
শনিবার ৯ই মে দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পুলেরঘাট বিসমিল্লাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজন করে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল ও ১ টি করে সাবান দেওয়া হয়।
খাদ্যসহায়তা দেওয়ার সময়ে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহলাজ্ব আবুল কালাম আজাদ, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হেকিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।