ভালুকায় চিকিৎসকসহ করোনায় সংক্রমিত আরো ১৫ জন

|| উপজেলা প্রতিনিধি, ভালুকা(ময়মনসিংহ) ||

মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের ছোট্ট উপজেলা ভালুকা। ৪ লাখ ৩০ হাজার ৩২০ জন মানুষের বাস ময়মনসিংহের জেলার এই ভালুকা উপজেলায়। এই উপজেলায় বৃহস্পতিবার রাত পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৫ জন। এদের একজন নারী চিকিৎসক, ৬ জন পুলিশ সদস্য, একজন শিক্ষিকা ও বাকিরা পোষাক শ্রমিক। এ নিয়ে উপজেলায় দুই চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৯ জন।

বৃহস্পতিবার ২৮শে মে রাতে এসব তথ্য দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার আক্রান্ত ১৫ জন হলেন, ময়মনসিংহ শিল্পপুলিশ জোন-৫ এর ৫ জন পুলিশ কনস্টেবল, একজন হাইওয়ে পুলিশ, একজন পৌরসভার মেজরভিটার বাসিন্দা এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, একজন নারী চিকিৎসক, যিনি থাকেন গাজীপুর থাকেন এবং তার স্বামী ভালুকা সরকারী হাসপাতালের চিকিৎসক, তিনজন উপজেলার মাস্টারবাড়ি ক্রাউন ওয়ারস লিমিটেডের শ্রমিক, যাদের মধ্যে হবিরবাড়ি গতিয়ারবাজারের একজন ও একজন উপজেলার রাজৈ ইউনিয়নের নারী মিল শ্রমিক ও অপরজনের বাড়ি বরিশালে। একজন ময়য়নসিংহের তারাকান্দা থানার বাসিন্দা এবং সুলতানা সোয়েটারের মিল শ্রমিক, আরো দু’জনের মাঝে একজন উপজেলা পরিষদের মালি ও অপরজনের বাড়ি উপজেলার জামিরদিয়া গ্রামে।

এ নিয়ে উপজেলায় দুই চিকিৎসকসহ মোট ৩৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ইতোমধ্যে এই উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন একজন। যাকে পারিবারিক গোরস্থান দাফন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন