|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা ||
ময়মনসিংহের ভালুকায় গাড়ি থেকে চাঁদা তোলার সময় হাবি নামের এক চাঁদাবাজকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বুধবার সকালে ভালুকা পৌর সদরের শহিদ নাজিম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে । আটককৃত ওই চাঁদাবাজ উপজেলার ভরাডোবা ইউনিয়নের চাপড়বাড়ী এলাকার শামসুল হকের ছেলে মো. হাবিব মিয়া ওরফে হাবি।
জানা যায়, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ সড়কটি দিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে ড্রাইভারের কাছ থেকে একজন যুবককে চাঁদা তুলতে দেখেন। পরে কৌশলে তিনি গাড়ি থেকে নেমে ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় চাঁদাবাজকে হাতেনাতে ধরে ফেলে। পরে তিনি ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিনকে ফোন করে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে বললে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, ‘ভালুকা বাসস্ট্যান্ডে খালি গাড়ী চলন্ত অবস্থায় গাড়ী থেকে পৌর কর বলে ৫০ টাকা এবং শ্রমিক ইউনিয়ন বলে ১০০ টাকা ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়া সহ উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে আমি অনেক দিন যাবৎ কাজ করছি। আজ একজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছি।’
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ‘চাঁদাবাজীর সময় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’