ভালুকায় ঈদ সামগ্রি বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহেরর ভালুকায় জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয় সম্পাদক হাজী রফিকের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের হাতে ঈদ সামগ্রির একটি করে ব্যাগ তুলে দেওয়া হয়।হাজী রফিক জানান,পর্যায় ক্রমে ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদ সামগ্রি বিতরণ করা হবে। আজকে উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে ডাকাতিয়া ইউনিয়নে দুইশ ,কাচিনা ইউনিয়নে দুইশ, মল্লিকবাড়ি ইউনিয়নে দেড়শ, উথুরা ইউনিয়নে দেড়শ ,মেদুয়ারী ইউনিয়নে দেড়শ ও ধীতপুর ইউনিয়নে দেড়শ পরিবারে ঈদ সামগ্রির ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে। একই ভাবে গত কাল মঙ্গলবার হবিরবাড়ি ইউনিয়নের ৫০০ পরিবারে বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে, পাঁচ কেজি চাল,এক প্যাকেট সেমাই, এক কেজি করে চিনি, ডাল ও সয়াবিন তেল।

সসা/সামিউল ইসলাম/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন