|| সারাবেলা প্রতিবেদন ||
খুচরা পর্যায়ে আলুর প্রতিকেজি সর্বোচ্চ মূল্য আগের থেকে ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করেছে সরকার। আজ বুধবার ২১শে অক্টোবর থেকে বাড়তি এই দাম কার্যকর হবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর এই দাম পুনর্নিধারণ করা হয়।
বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। পরবর্তীতে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা দাম প্রস্তাব করা হলে সেটি মেনে নেন ব্যবসায়ীরা।
দেশের বাজারে আলুর দাম প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা হওয়ায় এর আগে গেল ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৩০ টাকা। একই সঙ্গে পাইকারী পর্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার।
তবে, দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে এককেজি আলুর দাম পড়বে ২৭ টাকা।
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, কারওয়ান বাজার ও শ্যামবাজারের আলুর পাইকারী ও খুচরা আরতদাররা উপস্থিত ছিলেন।