ব্যক্তিগত গাড়িকে বাসের ধাক্কায় ভালুকাতে শিশু-নারীসহ নিহত ৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহমুখি একটি ব্যক্তিগত গাড়িকে ঢাকামুখি ইমাম পরিবহনের যাত্রিবাহী বাস ধাক্কা দেয়।

|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||

ময়মনসিংহের ভালুকায় একটি ব্যক্তিগত গাড়ির চালকসহ ৬জন মারা গেছেন। শনিবার ২২শে আগস্ট সকালে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহমুখি একটি ব্যক্তিগত গাড়িকে ঢাকামুখি ইমাম পরিবহনের যাত্রিবাহী বাস ধাক্কা দেয়। এতে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও গাড়ির ভেতরে থাকা ১টি শিশু, ২ জন নারী ও ২ জন পুরুষ মিলে ৬ জন মারা যান।

প্রাথমিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও তাদের নামপরিচয় জানাতে পারেননি। মেহেদি হাসান বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন