বোরহানউদ্দিনে হোটেলে নিয়ে স্কুল ছাত্রী ধর্ষণে আটক ধর্ষক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে  মাসুদ বেপারীকে আটক করেছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে  মাসুদ বেপারীকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেয়ানপুর গ্রামের খোরশেদ বেপারীর ছেলে।

বুধবার রাতে পুলিশ ওই যুবককে আটক করে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক মাসুদ ও অজ্ঞাত আরো দুই তিনজনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন।

মামলার এজহারে স্কুল ছাত্রীর বাবা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মাসুদ তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এক পর্যায়ে মাসুদ ফুসলিয়ে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বুধবার সকালে তার মেয়ে স্কুলে গেলে মাসুদ স্কুলের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সে স্কুল থেকে বের হলে মাসুদ আরো দুই তিন জনের সহায়তায় তাকে বিয়ে করবে বলে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে বোরহানউদ্দিন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত গোল্ডেন সান আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

পুলিশ খবর পেয়ে স্কুল ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সায়েদুর রহমান জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, ঘটনার পর পরই অভিযুক্ত মাসুদ বেপারীকে আটক করা হয়। পরে ভিকটিমের বাবার দায়ের করা মামলায় আটক মাসুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সংবাদ সারাদিন