|| সারাবেলা প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ||
বেতন বৈষম্য নিরসনের দাবীতে শনিবার ২৯শে নভেম্বর দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতি পালন করছে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা। বাংলাদেশ স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীল অংশ হিসেবে শনিবার স্বাস্থ্যকর্মীরা সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচী পালন করে।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোছাম্মৎ দিলারা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রায়হান আলী, স্বাস্থ্য সহকারি রফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল বাতেন, সিদ্দিক হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।