বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি

মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকস্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। তাঁর এখন উন্নত চিকিৎসা দরকার। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা রত্নগর্ভা মোসাম্মৎ মালেকা বেগম অসুস্থ। তাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে । বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ বলেন, তার দাদি বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসকসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, দাদির হাত পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হলে তাকে দুপুরে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকস্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। তাঁর এখন উন্নত চিকিৎসা দরকার। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন