|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল(যশোর) ||
চলমান কঠোর লকডাউনে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় এবং হোটেল খোলা রেখে খাবার পরিবেশন করায় বেনাপোলে ২টি হোটেল ও ৯টি মোটরসাইকেল চালককে মোট ১০ হাজার ৪শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ২৪ জুলাই বিকালে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।
এসময় বেনাপোল বাজারে বিনা কারণে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় ৯জনকে জরিমানা এবং বাজারে খাবার হোটেল খোলা রেখে খাবার বিক্রি করায় ২টি হোটেল মালিককে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে বিধিনিষেধ মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে বাহিরে বের হলে শতভাগ মাষ্ক পরা নিশ্চিত করতে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য সকলের প্রতি আহবান জানান ভ্রাম্যমান আদালত।
লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার এসআই তৌফিক,বাজার কমিটি’র সভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।