|| সারাবেলা প্রতিবেদন ||
করোনার ভীতি ও সরকারি বিধিনিষেধের মধ্যে সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার ১৪ই মে সকালে ঈদুল ফিতরের নামাজ খোলা মাঠে না হয়ে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করা হয়।
ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুযায়ী নামাজের পর কোলাকুলি ও হাত মেলানের দিকে সতর্ক ছিলেন অনেক মুসল্লি। চারিদিকে করোনা আক্রান্ত আর মৃত্যুর হারের ভয়, দুঃখে ঈদ উদযাপন করেছে মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে ছিল করোনামুক্তি ও ফিলিস্তিনি মুসলমানদের শান্তির জন্য বিশেষ প্রার্থণা।
একই সঙ্গে বিশ্ববাসীকে এ করোনা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের বিশেষ করে ফিলিস্তিন, চীনের উইঘুরসহ বিশ্বের নির্যাতিতমুসলমানদের হেফাজতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বালা মুসিবত থেকে সবার সুরক্ষা কামনা করে দেশ ও জাতির সুখ-শান্তি এবং সমৃদ্ধির জন্য মসজিদে মসজিদে মোনাজাত করা হয়।
প্রতি বছর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হলেও করোনার কারণে এবার হয়নি। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও এবার অনুষ্ঠিত হয়নি। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত এবার বায়তুল মোকাররম মসজিদেই অনুষ্ঠিত হয়েছে।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/05/2204.jpg?resize=650%2C400&ssl=1)
রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে এক ভিডিও বার্তায় দেশবাসীকে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ঈদের আনন্দঘন দিনে আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।