|| সারাবেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)||
দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়ীর বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম(৪৭) নামে একজন মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর গ্রামের মৃত কায়ছার আলীর পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় নজরুলের বাড়ীতে বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়। এ সময় বাড়িতে কেউ না থাকায় তিনি নিজেই বিদ্যুৎ লাইন মেরামতের চেষ্টা করেন। আর তখনই দুর্ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা তাকে বাড়ির মেঝেতে আহত অবস্থায় পান। খবর পেয়ে বাড়ির লোকেরা নজরুলকে স্থানীয় দলারদরগা কে.এইচ. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।