বিজিবির দেয়া কম্বল ও ছাগল পেলো টেকনাফ সীমান্তের গরীবমানুষ

কক্সবাজারস্থ টেকনাফ উপজেলায় করোনাঅভিঘাতে বেকার ও অসহায় হয়ে পড়া মানুষদের সহায় করে দিতে ছাগল দিয়েছে স্থানীয় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||

কক্সবাজারস্থ টেকনাফ উপজেলায় করোনাঅভিঘাতে বেকার ও অসহায় হয়ে পড়া মানুষদের সহায় করে দিতে ছাগল দিয়েছে স্থানীয় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। একইসঙ্গে গরীব এসব মানুষদের শীত সামাল দিতে কম্বলও দিয়েছে তারা।শনিবার দুপুরে এসব সহায়তা দেয়া হয় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন ও বিদ্যানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির চেকপোস্ট এলাকার মানুষদের মাঝে এসব ছাগল ও কম্বল দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

অত্র ইউনিয়নের অতিদরিদ্র ঝিমংখালীর ছৈয়দ মিয়ার স্ত্রী সাজেদা খাতুন (৪১), নাছরপাড়ার মৃত শহীদুল আলমের স্ত্রী মাহমুদ বেগম (৪৩) ও হোয়াইক্যং আমতলীর মো. ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমকে (৩৮) ২টি করে ছাগল দেয়া হয়। শীতার্ত ৫০টি পরিবারকে কম্বল দেয়া হয়।

এরপর বিকালে শাহপরীর দ্বীপ বিওপির সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শাহপরীর দ্বীপ বাজার পাড়ার নুরুল ইসলামের মেয়ে সেগুফা আক্তার (৩০) ও মিস্ত্রী পাড়ার মৃত আইর আলীর স্ত্রী খাদিজা বেগমকে (৫১) ২টি করে ছাগল দেয়া হয়। শীতার্ত ৩৭টি পরিবারকে দেয়া হয় কম্বল। এসব অনুষ্ঠানে ব্যাটালিয়ন ও বিওপির কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি,মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন