বাড়ছে প্রেস কাউন্সিলের ক্ষমতা

“প্রেস কাউন্সিলের এখন যেইটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতা আজকের প্রেক্ষাপটে খুব বেশি কার্যকর নয়। সেজন্য আমরা প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছি।”

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
বাংলাদেশ প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম প্রেসক্লাবকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের দেয় বই প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “প্রেস কাউন্সিলের এখন যেইটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতা আজকের প্রেক্ষাপটে খুব বেশি কার্যকর নয়। সেজন্য আমরা প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছি।”

প্রেস কাউন্সিল আইন সংশোধনের পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি আগামী সংসদ অধিবেশনে সেটি উপস্থাপনের জন্য। এ আইন পাশ হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা অনেক বাড়বে, এতে জনগণ এবং একইসঙ্গে সাংবাদিকরাও প্রেস কাউন্সিলের দ্বারস্থ হলে প্রতিকারের ব্যবস্থা করতে পারবেন। সুতরাং প্রেস কাউন্সিল জনগণ, সাংবাদিক এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য কার্যকরভাবে কাজ করতে পারবে।’

প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার ইতিহাস জানাতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, “সংবাদ মাধ্যমের সঙ্গে পাঠকের কোনও বিরোধ যাতে সৃষ্টি না হয়, সেটি নিরসন করার লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেন।”

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, প্রেস কাউন্সিলের সদস্য ও বিএফইউজে’র যুগ্ম মহাসচিব এমএ মজিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও বিএফইউজে’র সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন