|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষের পর চুরমার হয়ে গেছে একটি ব্যক্তিগত গাড়ি। মারা গেছে একই পরিবারের তিনজনসহ চারজন। আহত হয়েছেন আরও দুইজন।
রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারের কাছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান। নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক নরসিংদী শহরের শাহেদ আলীর ছেলে সোহেল মিয়া, নরসিংদীর শিশু পরিবারে কর্মরত সিনিয়র কারিগরি প্রশিক্ষক (টিআই) আকবর হোসেন, বয়স ৬২, তার স্ত্রী বিলকিছ বেগম, বয়স ৪৫ ও ছেলে বেলাল হোসেন, বয়স ২৬।
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা, বয়স ১৪ ও জালাল উদ্দিন নামের একজন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আনোয়ারুল বলেন, “বিআরটিসির একটি বাস চিলমারী থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। নরসিংদী থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যাচ্ছিল ব্যক্তিগত গাড়িটি। রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারের কাছে দুটিতে সংঘর্ষ হলে ব্যক্তিগত গাড়িটি চুরমার হয়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান।”
পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করলে দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পালিয়ে গেছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদওয়ান ফেরদৌস সজীব বলেন, এ দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।