বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সরোয়ার মোড়ল আর নেই

বাগেরাটের বারুইপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মোড়ল আর নেই।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বাগেরাটের বারুইপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মোড়ল আর নেই। মাত্র ৫৬ বছর বয়সে শুক্রবার ভোরে তিনি মারা যান।

এরআগে বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। শুক্রবারই আছরবাদ জানাজাশেষে কুরশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সাহান নাসের তন্ময় এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কারুজ্জামান টুকু, পৌর মেয়র খান হাবিবুর রহমান শোক জানিয়েছেন।

 

সংবাদ সারাদিন