বান্দরবানে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের চিম্বুকে ম্রো আদিবাসীদের উচ্ছেদ করে সিকদারগ্রুপের ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

বান্দরবানের চিম্বুকে ম্রো আদিবাসীদের উচ্ছেদ করে সিকদারগ্রুপের ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৫ই নভেম্বর সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বিভিন্ন ব্যানার আর ফেস্টুন হাতে নিয়ে বান্দরবান সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তরা চিম্বুক পাহাড়ে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদ জানান ।  এই হোটেল নির্মাণ হলে বহু ম্রো আদিবাসী তাদের ভিটে বাড়ি হারা হবে বলে জানান বক্তারা।

এসময় বক্তারা অবিলম্বে চিম্বুক পাহাড়ে ফাইভ স্টার হোটেল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান । আর তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

মানববন্ধনে বান্দরবান সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র উচিং মার্মা,অনার্স ২য় বর্ষের ছাত্র জয়বাবু তঞ্চ্যঙ্গা, অনার্স ২য় বর্ষের ছাত্রী অলকা তঞ্চ্যাঙ্গাসহ সরকারি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন