|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||
বান্দরবানে জমকালো আয়োজনে শুরু হয়েছে তিন দিনের গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ-২০২০। শনিবার ২৬শে ডিসেম্বর সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতকি ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Bandarban-Flim-Festival-pic-26-12-2020-2-300x169.png?resize=914%2C515&ssl=1)
গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভালের উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং ইয়ং ম্রো, পৌর মেয়র ইসলাম বেবী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক মং নু চিং।
এদিকে উদ্বোধন অনুষ্ঠানের আগে পরিবেশন করা বান্দরবান পার্বত্য জেলার বম, ত্রিপুরাসহ ১১ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নাচ ও গান।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Bandarban-Flim-Festival-pic-26-12-2020-1-300x169.png?resize=914%2C515&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Bandarban-Flim-Festival-pic-26-12-2020-1-300x169.png?resize=914%2C515&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Bandarban-Flim-Festival-pic-26-12-2020-1-300x169.png?resize=914%2C515&ssl=1)
সিনেমা বাংলাদেশের সভাপতি ও প্রযোজক হেমন্ত সাদিক জানান, বিশ্বের ৭০টি দেশ থেকে ১ হাজার ৪০০টিরও বেশি চলচ্চিত্র উৎসরের জন্য জমা পড়ে। এর মাঝে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৩৫টি দেশের ৭১ টি চলচ্চিত্র।
তিনি আরো জানান, বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ৭টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২৮শে ডিসেম্বর। এবারে ৬৫টি স্বল্প দৈর্ঘ্য ছবি তৈরি করেছেন ১৪-২৮ বছর বয়সী নির্মিতা তরুণরা। পুরো দেশব্যাপী চিন্তা ও সুযোগের ক্ষেত্রের বিস্তারের জন্য জেলায় এরকম উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। তবে করোনা পরিস্থিতির কারণে উৎসবে এবার কোনো বিদেশী নির্মাতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন তারা।