বান্দরবানে আগুনে পুড়লো ১৩ দোকান

বান্দরবান জেলা সদরের কেএসপ্রু মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৩টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ।

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

বান্দরবান জেলা সদরের কেএসপ্রু মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৩টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ।

এদিকে, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের শুরু হয়। মুহূর্তেই আগুন চারপাশ ছড়িয়ে পড়ে । এতে বাজারের একটি ওষুধের দোকান, একটি লাইব্রেরি,৩টি মুদি দোকানসহ কয়েকটি ইলেকট্রনিক্সের দোকান পুড়ে যায় ।

বান্দরবান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, রেডিক্রিসেন্টের সদস্যরা

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.কামাল উদ্দিন ভুইয়া জানান, ১৩ টি দোকান আগুনে পুড়ে গেছে । কোন দোকান থেকে কিভাবে আগুন ধরছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি তদন্তের পরে বলা যাবে।

 

সংবাদ সারাদিন