|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধীতার নামে উগ্র মৌলবাদী গোষ্ঠির অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের (১৯৭৫-৯০) আয়োজনে এ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, নকীব নজীবুল হক নজু, তালুকদার নাজমুল কবির ঝিলাম, তালুকদার আব্দুল বাকী, মিন্টু সরদার, তরিকুল ইসলাম ঝন্টু, মীর জায়েসি আশরাফী জেমস, রতন নন্দী, মাহফিজুর রহমান, আজমল হোসেন, নুর ইসলাম, টুটুল তালুকদার, শুকুর সরদার প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্তিত্ব। বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্যের সাথে মিশে আছেন তিনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। কিন্তু কতিপয় উদ্র তথাকথিত ধর্মীয় নেতা বাবু নগরী ও মামুনুলহক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলেছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ভাস্কর্য ভাঙ্গায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।