|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
বাগেরহাটে ভরাট ও দখলে প্রায় হারিয়েই যাচ্ছিল কলের খাল ও বুধোর খাল। সম্প্রতি এই দুটি খালের পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন স্থানীয়রা। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের চৌমোহনা স্লুইজ গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সর্দার নাসির উদ্দীন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনি মল্লিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দীন, ঠিকাদার মো. ফারুক তালুকদারসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ১৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ২৬ ফুট চওড়া ১০ ফুট গভীরতায় এই দুটি খাল খনন করা হচ্ছে। এর ফলে সংলগ্ন ২০টি গ্রামের কৃষিকাজে সেচ সুবিধার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন হবে।’ এ খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকেরা স্বস্তি প্রকাশ করেছেন।
এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল দুইটি এক কিলোমিটার করে মোট দুই কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে। খাল খননের ফলে এলাকার কৃষি কাজে ব্যাপক উন্নয়ন হবে বলে দাবি করেন বিএডিসি বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দীন।