বাগেরহাটের ঘোড়াদিঘীতে ছাড়া হলো ৫৩টি সন্ধি কচ্ছপ

জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ঘোড়াদিঘীতে ৫৩টি সন্ধি কচ্ছপ ছাড়া হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ঘোড়াদিঘী ঘাটে বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক কচ্ছপগুলো অবমুক্ত করেন। এসময় সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) নির্মল কুমার পাল, বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. জায়েদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার পরিদর্শক রাজু আহমেদসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে। এ অঞ্চলের জীববৈচিত্র রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বন বিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় জানান জেলা প্রশাসক।

সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) নির্মল কুমার পাল বলেন, দাকোপ থেকে উদ্ধার করা কচ্ছপগুলোকে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘীতে অবমুক্ত করা হয়েছে। কচ্ছপগুলোকে সংরক্ষণ ও বাঁচিয়ে রাখার জন্য সকলকে সচেতন হতে হবে। এরআগে, মঙ্গলবার ১২ই জানুয়ারি দুপুরে বটিয়াঘটা মাছবাজার থেকে ৫৩টি কচ্ছপ উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

সংবাদ সারাদিন