|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
কক্সবাজারের টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা ভলান্টিয়ারকে নকল পাসপোর্ট ও এনআইডি কার্ডসহ আইন-শৃংখলা বাহিনী আটক করেছে।
বুধবার ১৪জুলাই দুপুর আড়াইটায় টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা ব্লক-সি-৫ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা আবু শামার পুত্র ও আইএমওর ভলান্টিয়ার মোঃ তৈয়ব (২৮) কে আটক করে।
সূত্র জানায়, তার মোবাইল তল্লাশী করে তার নামে বাংলাদেশী পাসপোর্ট ও এনআইডির ছবি পাওয়া যায় (যার পাসপোর্ট নং- ইঔ০৫৩৬৭২৪, ঘওউ ঘড়- ৩৩০২৫৪৮৩৫৩)। স্থানীয় রোহিঙ্গারা জানায় সে উক্ত ক্যাম্পে আইএমও কর্তৃক নিয়োজিত ভলান্টিয়ার। একজন সাধারণ রোহিঙ্গা ভলান্টিয়ার চট্টগ্রাম হালি শহরের ঠিকানা ব্যবহার স্মার্টকার্ড অর্জনের ঘটনায় জেলার সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিআইসির নিকট হাজির করলে তিনি অভিযুক্তকে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেন এবং পাসপোর্ট ও এনআইডি‘র মূল কপিসহ আজ (১৫জুলাই) অফিসে হাজির থাকতে নির্দেশ দেন।