|| সারাবেলা প্রতিবেদন ||
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ব্যঙ্গচিত্র ও কুটুক্তি প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটের সর্বোচ্চ নিরাপত্তা ভেঙ্গে সাইবার হামলা চালিয়ে ডাউন করে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে টিম সাইবার ৭১ ও তাদের কয়েক হাজার সহযোদ্ধা এই হামলায় অংশ নেয়।তাদের একের পর হামলায় রাত ১১টার দিকে অচল হয়ে যায় শার্লি হেবদোর ওয়েবসাইট।
এর আগে হামলার বিষয়ে সাইবার-৭১ এর পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘রাসুল (সা.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকাই আজকে আমাদের টার্গেট।’
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্বক কার্টুন প্রকাশ করার পর থেকেই ফ্রান্সের প্রায় ১০০’র মত সরকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যাংকসহ গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছে দেশের শীর্ষ স্থানীয় হ্যাকার গ্রুপ সাইবার ৭১। তারা বলছে যতদিন ফ্রান্স সরকার ক্ষমা না চাইবে আমরা সাইবার যুদ্ধ চালিয়ে যাবো।
হামলার নেতৃত্বে থাকা সাইবার-৭১ এর এক সাইবার বিশেষজ্ঞ বলেন, সকল দেশ থেকেই তাদের সাইট ডাউন দেখাচ্ছে। তবে বাংলাদেশ ও পুরো এশিয়াকে ব্লক করেছে তারা। মুসলিম দেশগুলো থেকে এমন অ্যাটাক হতে থাকলে ওইসব দেশেও শার্লি হেবদো বন্ধ হয়ে যেতে বাধ্য হবে বলে জানান তিনি।