|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় তাফিজুল কোররান মাদ্রাসার অধ্যক্ষ ও এক শিক্ষকে আটক করেছে পুলিশ ।
রোববার ৪ঠা জুলাই সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন ।
আটককৃতরা হলেন, তাফিজুল কোররান মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়া ।
অভিযোগে থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু পরিবার সাথে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় বসবাস করে তাফিজুল ইসমাল মাদ্রাসায় পড়াশুনা করতো । শনিবার সকালে শিক্ষক ইব্রাহীম মিয়া খাবারের লোভ দেখিয়ে কৌশলে একটি কক্ষে নিয়ে যায় শিশুটিকে । এরপরে তাকে বলাৎকারের চেষ্টা করে ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন জানান,অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার অধ্যক্ষ ও এক শিক্ষকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।