|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল শহরের রয়েল সিটি হাসাপাতালের বিরুদ্ধে। ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটি অবরুদ্ধ করে রাখে বেশ কয়েক ঘন্টা। পরে হাসপাতাল ছাড়লেও হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন রোগীর স্বজনরা।
স্বজনরা বলছেন, গেল ২০শে মার্চ সন্তান জন্ম দিতে রয়েল সিটি হাসপাতালে আসেন ঝালকাঠির বিনয়কাঠী গ্রামের বাজেত হাওলাদার বাড়ির চব্বিশ বছর বয়সী সোনিয়া আক্তার। সেসময়ে সিজারের মাধ্যমে তার সন্তান জন্ম নেয়। সিজার করেন হাসপাতালের চিকিৎসক ডা. তানিয়া আফরোজ। বাড়ি ফেরার পর সোনিয়ার পেটে অপারেশনের স্থানে প্রচন্ড ব্যথা শুরু হয়। ২৩শে এপ্রিল প্রচন্ড ব্যথা নিয়ে রয়েল সিটি হাসপাতালে আসেন সোনিয়া আক্তার। সে সময় আবারও অপারেশন করাতে হবে বলে জানান রয়েল সিটি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ২৭শে এপ্রিল) সকাল ৮টায় অপারেশনের জন্য সোনিয়াকে ওটিতে নেন ডাক্তার রফিকুল বারী ও মনিরুল আহসান।
রোগীর স্বজনরা এও জানান, ১টার সময় রোগীর জ্ঞান ফিরছে না বলে জানানো হয়। তাকে শেরেবাংলা মেডিকেল নিয়ে যাওয়ার কথা বলেন ওই দুই চিকিৎসক। এরপর স্বজনরা সোনিয়াকে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার নাজমুস সাকিব জানান রোগী অনেক আগেই মারা গেছেন।
স্থানীয়দের অভিযোগ, রয়েল সিটি হাসপাতালে এটিই প্রথম নয়, এরআগেও এমন ঘটনা ঘটেছে। তবে অর্থবিত্ত আর ক্ষমতার প্রভাবে প্রতিবারই পার পেয়ে যান ক্লিনিকটির স্বত্তাধিকারী ডাক্তার রফিকুল বারী ও তার সহধর্মিণী আফরোজা আক্তার।
এদিকে ভুল চিকিৎসায় রোগীর মারা যাওয়ার অভিযোগ এনে মামলা করার কথা জানিয়েছেন তার স্বজনরা। অন্যদিকে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চিকিৎসকরা। সোমবার সোনিয়ার মারা যাওয়ার অভিযোগ জানতে পেরে রয়েল হাসপাতাল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ কমিশনার রাসেল আহমেদ।
রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক কাজি আফরোজা, অপারেশন করিয়ে ডাক্তার মনিরুল আহসান ও ডাক্তার তানিয়া আফরোজের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাদের কোন জবাব পাওয়া যায়নি।