|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র এক সদস্যকে বরগুনা থেকে আটক করা হয়েছে। র্যাবের দাবি আটক মো. আল আমীন সবুজ সামরিক প্রশিক্ষিত এবং দলের শীর্ষ সংগঠকদের একজন। সে জেলার কালিবাড়ী কড়ইতলা গ্রামের মো. আবদুল খবিরের ছেলে। তার বয়স ২৫ বছর।
শুক্রবার সকালে তাকে বরগুনা সদর থেকে জিহাদি বই, লিফলেট, অস্ত্র ও গুলি সহ আটক করা হয়। র্যাব-৮ কর্মকর্তারা সংবাদ সারাবেলাকে জানান, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বরগুনা সদরে জেএমবির এক সদস্যর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। এসময়ে আল আমীনকে আটক করা হয়। তার কাছে প্রচুর সংখ্যক জিহাদী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসায় সে নিজেকে দলের শীর্ষ সংগঠকদের একজন এবং সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বলে জানায়। সে আরো জানায়, দলের শক্তি বাড়াতে ২০১১ সাল থেকে তারা বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে।
আল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।