বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

সোমবার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর তুলশিগঙ্গা নদীতে বন্ধুদের গোসলে যায় কনক কর্মকার। সেখানে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে বন্ধুরা কিনারায় উঠতে পারলেও স্রোতের ঘূর্ণিতে ডুবে যায় কনক।

|| সারাবেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর) ||

বন্ধুদের সাথে নদীতে গোসলে গিয়ে প্রাণ হারালো দিনাজপুরের নবাবগঞ্জে কিশোর কনক কর্মকার। সোমবার ১৪ই সেপ্টেম্বর বিকেলে ভাদুরিয়া ইউনিয়নের শিমর কর্মকার পাড়া তুলশিগঙ্গা নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে যায় ১২ বছরের কনক।

কিশোর কনক কর্মকার ভাদুরিয়া ইউনিয়নের শিমর কর্মকার পাড়ার বিমল কর্মকারের ছেলে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর তুলশিগঙ্গা নদীতে বন্ধুদের গোসলে যায় কনক কর্মকার। সেখানে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে বন্ধুরা কিনারায় উঠতে পারলেও স্রোতের ঘূর্ণিতে ডুবে যায় কনক।

খবর পেয়ে বিকেল সাড়ে তিনটায় উপজেলা ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আব্দুল আজিজের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে ব্রিজ থেকে প্রায় ২’শ গজ দক্ষিন থেকে কনককে উদ্ধার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন