|| সারাবেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর এবং অপশক্তি ও জঙ্গিবাদের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করে।
প্রথমে একটি বিক্ষোভ-মিছিল বের হয়ে বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্মথ নাথ পাঠক, জেলা আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম সিকদার, ইউপি-চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মোল্যা প্রমূখ।
এসময় বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।