|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||
রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর ঠিক সেখানেই শনিবার সন্ধায় দুই রাউন্ড ফাঁকা গুলি হয়েছে। গুলি করার পর কালো পতাকা টানিয়ে দিয়ে যাওয়া হয়েছে ভাস্কর্যের সামনে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি কালো রঙের নম্বর প্লেট ছাড়া মাইক্রো পৌরসভার সামনে দিয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে প্রথমে একটি রিকসার সঙ্গে মাইক্রোর ধাক্কা লাগে। এ ঘটনার পর কালো জ্যাকেট পরা একজন মাইক্রো থেকে বেড়িয়ে এসে পিস্তল উঁচিয়ে দু’রাউন্ড গুলি ছোঁড়ে। সেখানে ঠিক ২০ গজের মধ্যেই পুলিশ মোতায়েন ছিল। পুলিশের এস আই রাজু আহমেদ সেখানে যেতে যেতেই গুলি ছোঁড়া যুবকটি মাইক্রোতে উঠে পড়ে এবং মাইক্রোটি দ্রুত মজমপুরের দিকে চলে যায়।
পুলিশ এখনও আগের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। এ গুলির ঘটনার সাথে ভাস্কর্য ভাঙার কোন সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত। এদিকে ভাস্কর্য ভাঙা এবং সেখানেই গুলির ঘটনায় শহরে বাড়ছে উত্তেজনা ও আতঙ্ক।