।। সারাবেলা প্রতিনিধি, ভোলা ।।
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে তাঁর নাম মুছে দেয়ার চেষ্টা করেছিলো। কিন্তু খুনী ও তাদের দোসররা তা পারেনি। কারন তরুন সমাজ বঙ্গবন্ধুকে জানতে শিখেছে।
তিনি আরো বলেন, আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভোলা জেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিলে, একটি বাংলার স্বাধীনতা অন্যটি ক্ষুদা মুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। তারই স্বপ্ন পূরন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল পরিনত করেছেন শেখ হাসিনা।
তিনি আরো বলেন, এক সময় যারা বাংলাদেশ নিয়ে তুচ্ছ করেছিলো তারাই এখন বাংলাদেশর প্রশংসা করছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশ থেকে গনতন্ত্র চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। করোনাকালীণ সময়ে রাজনীতি না করে দেশের মানুষের কল্যানে সব দলকে কাজ করার আহ্বান জানান তোফায়েল আহমেদ ।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপত্বিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা কর্মীরা।