বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না

‘একটি অসৎ উদ্দেশ্য নিয়ে আজ নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কোনও ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না।’

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা কোনভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশের একটি পক্ষ বিভিন্ন ইস্যু তৈরি করে বঙ্গবন্ধুকে অবমাননা ও সমাজে হানাহানি তৈরি করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ‘একটি অসৎ উদ্দেশ্য নিয়ে আজ নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কোনও ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না।’ গতকাল শনিবার ৫ই ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের দেওয়া বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা বিষয়ক বই প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বলেন, ‘সাংবাদিকরা দেশের মানুষকে পথ দেখায়। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে যেমন সাংবাদিকদের অন্যন্য ভূমিকা ছিল, ঠিক একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামেও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য সাংবাদিকদের লেখনি, পত্রিকার সংবাদ মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, যারা মধ্যযুগের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজ কলম নিয়ে সোচ্চার হতে হবে।’

আওয়ামী লীগের এই যুগ্ন সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু একটি নিরস্ত্র ও ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছেন। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, যিনি মানুষকে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। এটি শুধু বাঙালির ক্ষেত্রে নয়, পুরো বিশ্বের প্রেক্ষাপটে এমন খুব কম নেতা আছেন যারা মানুষকে এভাবে উদ্দীপ্ত করতে পেরেছেন নিজের প্রাণ উৎসর্গ করে দেওয়ার জন্য। এজন্য বঙ্গবন্ধু একদিকে যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ঠিক একইভাবে বঙ্গবন্ধু বিশ্ব ইতিহাসে সেরা নেতাদের মধ্যে একজন।’

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, প্রেস কাউন্সিলের সদস্য ও বিএফইউজে’র যুগ্ম মহাসচিব এমএ মজিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও বিএফইউজে’র সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন