বগুড়ায় রেলক্রসিংয়ে ট্রাক চুরমার ঠাকুরগাঁওয়ে নিহত দুই

ঠাকুরগাঁওয়ে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জেলা আদালতের দুই কর্মীর মারা গেছেন। এক ক্রসিংয়ে কোন বার না থাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময়ে এই দুজন মারা যান। অন্যদিকে বগুড়ায় রেল ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক।

|| সারাবেলা প্রতিনিধি ||

ঠাকুরগাঁওয়ে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জেলা আদালতের দুই কর্মীর মারা গেছেন। এক ক্রসিংয়ে কোন বার না থাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময়ে এই দুজন মারা যান। অন্যদিকে বগুড়ায় রেল ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন চালক।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানাচ্ছেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল করে পীরগঞ্জ উপজেলার জগধা রেলক্রসিং পার হতে গিয়ে মারা যান জেলা আদালতের দুই কর্মী। যদিও অরক্ষিত এই রেলক্রসিং-এর সামনে সাবধানে পারাপারার হওয়ার জন্য সাইনবোর্ড দিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন (৪২) এবং আব্দুস সেবাহান (৬০)। তাদের দুইজনের বাড়িই সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি প্রদীপ কুমার রায় বলেন, জেলা জজশিপের কর্মচারী রুহুল আমিন এবং আব্দুস সোবহান সরকারি কাজে মোটরসাইকেলে করে পীরগঞ্জ এসেছিলেন। সকাল পৌনে ১০ টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে জগধা এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন।  এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ নামের ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুস সোবহান মারা যান।

দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে নিহত রুহুল আমিন ও আব্দুস সোবহানের লাশ হস্তান্তর করা হবে বলেন তিনি।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম বলেন, রুহুল আমিন ও আব্দুস সোবহান লক্ষ্য না করেই মোটরসাইকেল নিয়ে রেলক্রসিংয়ে উঠে পড়েন। ঠিক সে সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আসলে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া প্রতিনিধি জানান, সোমবার সকাল ৭টার দিকে শহরে নারুলী এলাকার চার রাস্তা মোড়ের রেল ক্রসিং পার হওয়ার সময়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় চুরমার হয়ে যায় একটি ট্রাক। বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রোস্তম আলী বলেন, “বোনারপাড়াগামী ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিলেও ট্রাকের চালক ট্রাক নিয়ে রেল লাইনের ওপরে উঠে যান। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাক চালক লাফিয়ে পড়ায় তিনি প্রাণে বেঁচে যান।”

পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন বলে রোস্তম আলী জানান।

সংবাদ সারাদিন