|| সারাবেলা প্রতিবেদক, বগুড়া ||
বগুড়ায় গেল একদিনে নতুন করে ১৬১ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। করোনা পরিস্থিতির দ্রæত অবনতিহচ্ছে । রোববার (৭জুন) একদিনে রেকর্ড পরিমাণ লোকের করোনা পজিটিভি সনাক্ত হয়। শজিমেক ও টিএমএসএস হাসপাতালে করোনা পরীক্ষায় মোট ১৬১ জনের করোনা সনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে এক নারী মারা গেছেন। তিনি সদর উপজেলার কলোনী এলাকার প্রকৌশলী মনসুর রহমানের স্ত্রী।
এরআগে সকালে শহরের থানা মোড় এলাকায় অজ্ঞাত পরিচয় এক রিক্সাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত্যুর আগে তার শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ ছিল। বগুড়ায় এপর্যন্ত মোট ৭৯০জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে নারী ১৮০জন, পূরুষ ৫৬২জন এবং শিশু ৪৮জন।
মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, যেহারে হাসপাতালে করোনার চিকিৎসা নিতে রোগীরা আসছেন তাতে সংক্রমণের হার বাড়তে থাকলে সবাইকে চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে পড়বে।