|| সারাবেলা প্রতিনিধি , সাভার ||
সাভারের আশুলিয়ায় পারিশ্রমিকের বকেয়া টাকা চাইতে গিয়ে মালিকের পিটুনিতে খুন হলেন চায়ের দোকানের কর্মচারি বিশ্বজিৎ। খুনের পর থেকেই পালিয়ে রয়েছেন দোকান মালিক রিপন কান্তে। মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন । এরআগে সোমবার ( ১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বারইপাড়া এলাকার পূর্বপাড়া বনভিটা মহল্লায় এ ঘটনা ঘটে ।
নিহত বিশ্বজিৎ বরগুনা জেলার বেতাগী থানার প্রসেনজিৎয়ের ছেলে । সে পরিবার নিয়ে আশুলিয়ায় বারইপাড়াএলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বজনেরা জানায়, বিশ্বজিৎ রিপন কান্তের চায়ের দোকানের কর্মচারী ছিলেন । কিছুদিন আগে চায়ের দোকানের কাজ ছেড়ে দেয় বিশ্বজিৎ । তবে কাজ ছেড়ে দিলেও তার পারিশ্রমিকের টাকা পরিশোধ করেনি মালিক রিপন কান্তে । সেই সুবাদে সোমবার বকেয়া পারিশ্রকিমের টাকা চাইতে গেলে রিপন কান্তে উত্তেজিত হয়ে ওঠেন । এক পর্যায়ে কথার বাক-বিতন্ডায় বিশ্বজিৎকে মারধর করেন ।
ওই সময় এলোপাতাড়ি মারধরে জ্ঞান হারান তিনি (বিশ্বজিৎ)।এরপরে তাকে আশুলিয়ার ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ।ঘটনার সাথে জড়িত রিপনকে আটকের জন্য অভিযান চলছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।