বইমেলা শুরু হচ্ছে ১৮ই মার্চ

আগামী ১৮ই মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। এ বছর করোনার কারণে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ই মার্চ শুরু হচ্ছে এই মেলা।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

আগামী ১৮ই মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। এ বছর করোনার কারণে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ই মার্চ শুরু হচ্ছে এই মেলা।

গতকাল সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, আজ প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ই মার্চ থেকে বইমেলা করব। তবে কত দিন মেলা চলবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করেন। তবে এ বছর করোনার কারণে ভাষার মাসের শুরুতে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

 

সংবাদ সারাদিন