ফেসবুকে মোদীকে নিয়ে ভিডিও দেয়ায় ঠাকুরগাঁওয়ে তরুন আটক

আটক হুমায়ুন কবির (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে। ওই তরুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

|| সারাবেলা প্র্রতিনিধি, ঠাকুরগাঁও ||

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করায় ঠাকুরগাঁওয়ে ১৭ বছর বয়সি এক তরুনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশের কাছে মনে হয়েছে ভিডিওটি নরেন্দ্র মোদির জন্য মানহানিকর। শনিবার দুপুরে শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

আটক হুমায়ুন কবির (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে। ওই তরুনের  বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

ওসি এও জানান,  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসাকে বানচাল করার লক্ষ্যে ও বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা বিদ্বেশ সৃষ্টি করে সাম্প্রদায়িক অস্থিরতা বিশৃঙ্খলা সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভিডিও আপলোড করার অপরাধে তাকে আটক করা হয়। পুলিশ কবিরের মোবাইলটিও জব্দ করেছে।

সংবাদ সারাদিন