ফেসবুকের পোস্টে তাৎক্ষণিক এমপির সহায়তা পেল হতদরিদ্র কহিনুর

ঘটনাটি জানতে পেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া সংসদ সদস্যের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্টটি  সংসদ সদস্যের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক নিজ তহবিল থেকে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা সহায়তা দিতে নির্দেশ দেন উপজেলা ছাত্রলীগ নেতাদেরকে।

|| সারাবেলা প্রতিনিধি, নবাবগঞ্জ(দিনাজপুর) ||

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের তাৎক্ষণিক সহায়তা পেল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের হতদরিদ্র কহিনুর। মঙ্গলবার মহেশপুর গ্রামের হতদরিদ্র কহিনুর বেগম থাকতেন অন্যের দেওয়া জায়গায়। সম্প্রতি খড়ের ছাওনির ঘরটিও আগুনে পুড়ে যায়। এতে তিনি হয়ে পড়েন আরও বিপর্যস্ত।

ঘটনাটি জানতে পেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া সংসদ সদস্যের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্টটি  সংসদ সদস্যের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক নিজ তহবিল থেকে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা সহায়তা দিতে নির্দেশ দেন উপজেলা ছাত্রলীগ নেতাদেরকে।

বুধবার দুপুরে কহিনুর বেগমকে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা দেয়া হয়। এ সময় কহিনুর বেগম আবেগ আপ্লুত হয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদ সারাদিন