|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুইজনে একজন ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম (২৮) আরেকজন যুবলীগ কর্মী রাইসুল ইসলাম (২৫)। তাদের দুইজনের বাড়ীই ফেনী পৌরসভার রামপুর এলাকায়।
শুক্রবার ৯ই এপ্রিল রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় তাদের গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানায়, রেজাউল করিম নাদিমসহ দুইজনকে ফেনসিডিলসহ আটকের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এটি সত্য হলে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এন.এম নুরুজ্জামান জানান, শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় একটি নোয়াহ মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটাকে থামানো হয়। গাড়ী তল্লাশী করে যুবলীগ নেতা রেজাউল করিম নাদিম ও যুবলীগ কর্মী রাইসুল ইসলামের কাছে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।