|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীর মহিপাল এলাকায় মঙ্গলবার ১৯শে জানুয়ারি সকালে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী একটি সাদা পিকআপ নিয়ে মাদকদ্রব্য বিক্রি করতে কুমিল্লা থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছে-এমন খবর পেয়ে মহিপালস্থ সুজন হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। এসময় সন্দেহজনক একটি সাদা রংয়ের পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় ধাওয়া করে র্যাব পিকআপসহ ৩ ব্যক্তিকে আটক করে। আটকরা হলেন- মো. মিজান (চালক) (৩০), মো. মামুন (২৭), উভয় পিতা ইসমাইল, সাং উত্তর ষোলকিয়া, থানা ও জেলা নোয়াখালী, মো. ওহিদুল্লাহ (৩০), পিতা মো. রহমতুল্লাহ, সাং হাজিপুর (১৪ নম্বর হাজিপুর ইউপি), থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। সাদা পিকআপটির চালকের বসার সিটের নীচে বিশেষ কৌশলে রাখা একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতরে ১৪৮টি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।