|| সারাবেলা প্রতিনিধি,ফেনী ||
পন্য পরিবহন মালিক-শ্রমিকদের ৯ দফা দাবী আদায়ে আগামী ১২ ও ১৩ই অক্টোবর দেশব্যাপী পন্য পরিবহন মালিক শ্রমিকদের ৪৮ ঘন্টা কর্মবিরতি সফল করতে লক্ষ্যে ফেনী,নোয়াখালী,লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর,বি-বাড়ীয়া জেলার মালিক শ্রমিকদের এক সমন্বয় সভা ফেনীতে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ফেনী শহরের হাসপাতাল সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ সমন্বয় সভায় ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম নবীর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী।
ফেনী জেলা ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পন্য পরিবহণ সমন্বয় পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম,মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাফর উদ্দিন।
আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মালিক গ্রুপের সভাপতি আবুল মনছুর,বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন চট্রগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজম চৌধুরী, ফেনী জেলা ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আবু শাহীন, কুমিল্লা জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে নয় দফা দাবী তুলে ধরেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করতে হবে,দূর্ঘটনায় মৃত্যজনিত কারনে তদন্ত ব্যতিরেকে ৩০২ ধারায় মামলা দায়ের বন্ধ করতে হবে।
তিনি আগামী ১২ ও ১৩ই অক্টোবর সারাদেশে পন্য পরিবহন মালিক-শ্রমিকদের টানা ৪৮ ঘন্টা কর্মবিরতি সফল করতে সবাইকে আহ্বান জানান।