|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
কঠোর এই লকডাউনে অসহায় ও দু:স্থদের খাদ্যসহায়তা দিয়েছ ফেনীর মুহুরী লিও ক্লাব। বৃহস্পতিবার ২২শে জুলাই দুপুরে শহরের লায়ন্স কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার অ্যাডভাইজর এবং রিজিয়ন এন্ড এনভায়রনমেন্ট চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল। ক্লাবের উদ্যোগে চলমান ১৪ দিনের কঠোর লকডাউন বিবেচনায় রেখে ৭০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ দেয়া হয়।
প্রেসিডেন্ট লিও ফারহান ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত খাদ্যসহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ২, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ।
এতে বিশেষ অতিথি ছিলেন কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন এম. মহিউদ্দীন মাহি, লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসাইন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন রেজাউল মোস্তফা চৌধুরী সুমন, ফেনী সদর উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার লায়ন ডাঃ সেলিম চিশতীয়া, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও তাসিন সোবহান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও সাদমান ফুয়াদ ফারাবী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লিও খালেদ চৌধুরী নিলয়, সেক্রেটারী লিও মেজবাহ উদ্দিন সোহাগ, ট্রেজারার লিও তাসনীমুল ইসলাম আবীর সহ লিও সদস্যবৃন্দ।