|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার ২৫শে মে দুপুরে সদর উপজেলার পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন ফলেশ্বর এলাকায় অভিযান চালানো হয়। এসময়ে অনুমোদিত সংযোগে অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে ৩টি বাড়ির মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় ।
এ সময় লাইসেন্সির অনুমতি ছাড়া গ্যাস সংযোগ গ্রহন ও অনুমোদিত চুলার বিপরীতে অতিরিক্ত চুলা ব্যবহারের অপরাধে ফলেশ্বরের করিম ম্যানশনকে ২০ হাজার টাকা, মজুমদার বাড়ির মালিক রোসেনা আক্তারকে ২০ হাজার টাকা, নুর উদ্দিন আহম্মেদ নামের আরেক বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বর্ণিত বাড়ি দুইটির গ্যাসের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত রাইজার, রেগুলেট ও পাইপ জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, গ্যাস বিতরন এরিয়া ফেনী জেলা শাখার ম্যানেজার মো. জসিম উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলতে থাকবে।