ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক সেন্টুকে চিরবিদায়

মাদারীপুরের কালকিনি রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাংবাদিক সেন্টু তালুকদারের কফিনে শেষশ্রদ্ধা জানালেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পেশাজীবি সাংবাদিকরা।

|| সারাবেলা প্রতিনিধি, গৌরনদী ||

মাদারীপুরের কালকিনি রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাংবাদিক সেন্টু তালুকদারের কফিনে শেষশ্রদ্ধা জানালেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পেশাজীবি সাংবাদিকরা।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সেন্টুকে শেষশ্রদ্ধা জানান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, সহ প্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য এইচ এম লিজনসহ মাদারীপুর ও কালকিনি উপজেলার পেশাজীবি সকল সাংবাদিক।

এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মী সাংবাদিকরা। গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান সেন্টু তালুকদার।

বৃহস্পতিবার বাদ আছর পূর্ব ডাসার গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ১ পুত্র ও ২ কন্যাসহ অংসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

জানাজায় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাহামুদুল হাসান দুদুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদারসহ সর্ব্বস্তরের মানুষ অংশ নেন।

সংবাদ সারাদিন