|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে বিদ্যুত স্পর্শে মারা গেছে একই পরিবারের দুইভাই।
দুই ভাই বাড়ীর পাশে মো. আবুবক্কর মিয়ার বাড়ীতে বড়ই পাড়তে যাওয়ার পথে অবৈধ বিদ্যুতের অবৈধ সেচের তারে জড়িয়ে মারা যায়। এরা হলেন মো. মোমিনুল ইসলামের ১১ বছরের ছেলে আল আমিন এবং আজিদুর ইসলামের ছেলে আলিমুল ইসলাম। তার বয়স মাত্র ৯ বছর। তারা দুজনেই আপন মামাতো ফুফাতো ভাই। ফুলবাড়ী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে।