|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামে শনিবার বিকেলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মেঘলা বেগম (১০)।
নিহত ওই শিশু জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামের প্রবাসী ওবায়দুল হকের মেয়ে। ফেনীতে মাসহ বাসা ভাড়া করে থাকতো। ২-৩দিন আগে মায়ের সাথে দাদার বাড়ী শ্রীচন্দ্রপুর বেড়াতে যায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশু মেঘলা শনিবার বিকেলে বাড়ীর সামনে পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষন পরও সে গোসল করে বাড়ী ফিরে না যাওয়ায় বাড়ীর লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে লোকজন পুকুরে নেমে খুঁজতে থাকে।
এক পর্যায়ে পানিতেই শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে বাড়ীর লোকজন তাকে তাড়াতাড়ি পুকুর থেকে তুলে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।