|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ ফতুল্লার রামারবাগ এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৭ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রামারবাগ সাঈদ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুইজন হলেন, ওই এলাকার মামুন মিয়ার ছেলে ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মো. জিসান (১২) এবং পোশাক শ্রমিক আবদুর রাজ্জাক (৩৫)।
বিস্ফোরণে আহত শাহিদা বেগম (৪০) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ও একই এলাকার পিয়ার আলীর ছেলে এবং মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান সাকিবকে (১৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন সংবাদ সারাবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে শিশু জিসানের লাশ উদ্ধার করে।