ফতুল্লায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ পাওয়া গেছে। তার বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।মঙ্গলবার ২২শে ডিসেম্বর সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ পাওয়া গেছে। তার বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার ২২শে ডিসেম্বর সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত এক কিশোরের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরনে ছিল লাল চেক ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট। নিহত ওই কিশোরকে নরসিংপুর এলাকার কেউ চিনেন না বলে জানান তারা।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন সংবাদ সারাবেলাকে জানান, কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তার গলার কিছু অংশ কাটা রয়েছে এবং বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে ।  বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি।

সংবাদ সারাদিন