ফকিরহাটে প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধী দিবসে জেলার ফকিরহাটে ৮টি হুইল চেয়ার, ৫টি সাদা ছড়ি এবং ৬০ জনকে শীতবস্ত্র দিয়েছে আলোকিত ফকিরহাট সমাজ কল্যান সংঘ। সক্রিয় ও স্বর্নিভর জীবনযাপনে প্রতিবন্ধী মানুষের সেবায় কাজ করছে আলোকিত ফকিরহাট।

|| স্টাফ রিপোর্টার, বাগেরহাট ||

প্রতিবন্ধী দিবসে জেলার ফকিরহাটে ৮টি হুইল চেয়ার, ৫টি সাদা ছড়ি এবং ৬০ জনকে শীতবস্ত্র দিয়েছে আলোকিত ফকিরহাট সমাজ কল্যান সংঘ। সক্রিয় ও স্বর্নিভর জীবনযাপনে প্রতিবন্ধী মানুষের সেবায় কাজ করছে আলোকিত ফকিরহাট। বৃহস্পতিবার বিকেলে বৈলতলী মোল্লাপাড়া মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

সংঘের সাধারন সম্পাদক আকবার উদ্দিন বাবু মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ভাইস চেয়ারম্যান তহুরা খানম, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, শিক্ষক ঢালী আ: মালেক, মাও: মিজানুর রহমান, প্রভাষক শ্যামল কুমার সাহা, আওয়ামী লীগ নেতা অঞ্জন দে, মোড়ল জাহিদুল ইসলাম, রিংকু চক্রবর্তী প্রমুখ।

অপরদিকে এদিন দুপুরে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে আন্তজাতির প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী সমাবেশ ও কম্বল বিতরণ করা হয়েছে। ইউপি চত্তরে বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান। সভায় শেষে ২৫০জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

এদিকে, লখপুর ইউপির উদ্যোগে প্রতিবন্ধী দিবসে ৩৩০ জন প্রতিবন্ধীকে কম্বল দেয়া হয়েছে। এদিন সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে এই কম্বল দেওয়া হয়। ইউপি সচিব প্রসুন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন